সম্প্রতি সিন্ধের সমাজকর্মী মুনাওয়ার সুফি লাঘারি সিন্ধ প্রদেশে পাক সেনার মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ রাষ্ট্রসঙ্ঘের সাধারণসভায় উত্থাপন করার আর্জি জানালেন। তিনি জানিয়েছেন, সিন্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে নিয়ে আসতে একমাত্র মোদির দ্বারাই সম্ভব।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সম্মেলনে তিনি জানিয়েছেন, শুধুমাত্র বিদেশী রাষ্ট্রই পারে পাকিস্তানের আতংক থেকে রক্ষা করতে। পাশাপাশি ওই সম্মেলনে যোগ দিতে দেখা গিয়েছিল আফগানিস্থান, বালোচিস্তানের একাধিক সংগঠন। প্রসঙ্গত বালুচিস্তানের সমাজকর্মী সম্মেলনে জানিয়েছেন, প্রতিনিয়ত খারাপ হতে চলছেন বালুচিস্তানের অবস্থা। এখানে গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অস্বাভাবিক ভাবে খুন করা হচ্ছে মানুষদের।
Munawar Laghari, Executive director of Sindhi Foundation: The difficulty in Sindh is the fear and the most difficult challenge is to overcome that fear. This cannot be overcome inside Sindh, so the only hope is outside. And my emphasis is on United Nations & countries like US. pic.twitter.com/7H7uziiFR0
— ANI (@ANI) September 17, 2019