কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গঙ্গওয়ার জানিয়েছেন সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৬ কোটি পিএফ হোল্ডার। ২০১৮-১৯ এ পিএফের সুদ পাওয়া যাবে ৮.৬৫%।
সংবাদ সূত্রে খবর, এই পিএফের সুদ বাড়ার সাথে সাথেই কয়েকদিনের মধ্যেই সুদের হার চলে যাবে চাকরীজীবিদের অ্যাকাউন্টে। ২০১৭ বর্ষের থেকে সুদের হার ০.১০% বাড়ানো হলো।
এই ইপিএফওতে ৬ কোটির বেশী সদস্য থাকে। তাছাড়া এই সংগঠন ১১ লক্ষ কোটি টাকার বেশী টাকা রিটায়ারমেন্ট সেভিং হিসেবে ম্যানেজ করে। অন্যান্য ছোট স্কিমের চেয়ে এর সুদের হার বেশী। ২০১৬-১৭ বর্ষে সুদের হার ৮.৬৫ ছিল, ২০১৭-২০১৮ তে ছিল ৮.৫৫ ও ২০১৫-২০১৬ তে ছিল ৮.৮০%।