কর্নাটকের এমইএস চৈতন্য পিইউ কলেজের একটি ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তর্ক-বিতর্কের মুখে প্রিন্সিপাল। সূত্রে খবর, গত বৃহস্পতিবার আচমকাই ক্লাসে হানা দিয়ে একসাথে ১৬টা মোবাইল বাজেয়াপ্ত করেন। এরপর উদ্ধার করা মোবাইল হাতুড়ি দিয়ে একে একে খান গান করেন তিনি। ছাত্রীদের বিষন্ন মুখের সামনে ভাঙতে থাকেন একে একে সব কটি মোবাইল।
এই ঘটনার জেরে অনেকেই প্রিন্সিপালের বিরুদ্ধে দাবি তুলে জানিয়েছেন, দূর-দূরান্ত থেকে অনেক ছাত্র-ছাত্রী কলেজে আসতে হয় তাই সাথে মোবাইল রাখাটা জরুরি। কিন্তু এরপরেও প্রিন্সিপাল তা মানতে নারাজ, তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এর আগে বহুবার তিনি মোবাইলের বিরুদ্ধে ফরমান জারি করেছিলেন তাতে কেউ কান দেয়নি। বরং ছাত্রছাত্রীরা তার কথার গুরুত্ব না দিয়ে ক্লাসে মোবাইলের অপব্যবহার করেন তার জেরেই এই শাস্তি।
WATCH: A college principal in Karnataka smashes cellphones seized from students with hammer. #Karnataka https://t.co/5Iaghon2Nc pic.twitter.com/0r1XRxIUj6
— TOI Mangaluru (@TOIMangalore) September 14, 2019