এবার ভারতীয় সেনা আরও শক্তিশালী হতে চায়। আর তার জন্যই তারা এবার এই শক্তিশালী ড্রোন ব্যবহার করতে চায়। এই ড্রোনের নাম হারোপ। এই ড্রোন শত্রুর ওপর নিখুঁত নিশানা করে হামলা দাগতে পারে। এই ড্রোনে থাকবে ইলেকট্রো অপটু সেন্সর। এর দ্বারা খুব সহজেই শত্রুকে ধ্বংস করে দেওয়া যাবে বলে মনে করে সেনা আধিকারিকরা।
ভারত এখন দেশীয় কমব্যাট ড্রোনের ওপর জোর দিচ্ছে সাথে তারা ইজরায়েলের চিতা ড্রোনের ওপর জোর দিচ্ছে জানা গেছে খুব উন্নতমানের এই ড্রোন। এইসব কাজ সম্পন্ন হলেই পাক ও চীন সীমান্তে মোতায়েন করা যাবে।
সামরিক দিক থেকে বিচার করলে দেখা যায় সবথেকে শক্তিশালী ড্রোন হল হারোপ ড্রোন। এই ড্রোন প্রত্যেকটি শক্তিশালী দেশের হাতে রয়েছে। তো এবার ভারতের হাতেও এই ড্রোন যাতে খুব শিগগিরই চলে আসে তা নিয়ে চিন্তা ভাবনা করছে প্রতিরক্ষা মন্ত্রী।