অকাল মৃত্যু ঘটলো তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পোষ্য সাইবেরিয়ান হাশস্কির। ফলে দায়ের করা হলো এফআইআর। ওই কুকুরটির বয়স হয়েছিল 11 মাস। দুই পশু চিকিৎসকের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করা হয়েছে। মৃত কুকুরটির ময়নাতদন্ত করা হয়েছে।
দুই পশু চিকিৎসক ওই কুকুরটির চিকিৎসা করছিলেন। কুকুরটি অসুস্থ হবার জন্য ডঃ লক্ষী শ্রীনিবাস ও ডঃ রজিত এসে ওষুধ দিয়ে যান, ওই ওষুধ খাওয়ার পর থেকেই আরো অসুস্থ হয়ে পড়ে কুকরটি। কুকরটির অবস্থার আরো অবনতি হলে কুকুরটি মারা যায়। এরজন্য ওই দুই পশু চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।