জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদের টার্গেট এবার পশ্চিমবঙ্গ। কলকাতা, বর্ধমান এবং আসানসোল সহ দেশের ১১ টি স্টেশনে হামলার হুমকি দিয়ে চিঠি জইশের। রাজ্যের একাধিক জায়গায় হামলার হুমকি দেয় জইশ।
চিঠিতে বলা হয়, উৎসবের সময় ১১ টি স্টেশনে হামলা চালানো হবে। নিশানা করা হয়েছে একাধিক মন্দির। কয়েকদিন আগে ভারতীয় সেনার তরফ থেকে জানান হয়েছিল, গুজরাটে পাট সীমান্তে জলপথ দিয়ে ভারতে ঢুকেছে জঙ্গিরা। দক্ষিন ভারতের বিভিন্ন রাজ্যে তাদের টার্গেট।