আধার কার্ডের ছবি, বায়োমেট্রিক্স, রেজিস্টার্ড মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস পরিবর্তন করতে লাগেব না কোনও ডকুমেন্টস। এমনটাই জানান হয়েছে UIDAI-এর তরফ থেকে। কিছুদিন আগে UIDAI-এর তরফ থেকে জানান হয়েছিল, আধার কার্ডে নাম ঠিকানা অথবা জন্ম তারিখ ইত্যাদি বিষয় আপডেট করতে চাইলে কিছু ডকুমেন্টসের প্রয়োজন। কী কী ডকুমেন্টস লাগবে সেটাও স্পষ্ট জানিয়ে দিয়েছিল UIDAI।
আধার নম্বর পাওয়ার জন্য আবেদনকারীকে দিতে হয়, ডেমোগ্রাফিক এবং বায়মেট্রিক তথ্য। এছাড়াও লাগে নাম, জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস। UIDAI এবার জানিয়ে দিল, এসব তথ্য আপডেট করতে চাইলে নিকটবর্তী কোনো আধার কেন্দ্রে গেলেই হবে। প্রয়োজন হবে না ডকুমেন্টসের।