সৌদি আরবের অ্যারামকো-এর একটি তেলের খনি, যেটি বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার। সেখানে ১০ টি শক্তিশালী ড্রোন দিয়ে হামলা করেছে জঙ্গিরা। সৌদি আরবের দাবি, এই হামলায় ইয়েমেনের হুথি জঙ্গিদের হাত রয়েছে এবং এই হুথি জঙ্গিদের অস্ত্র যোগান দিচ্ছে ইরান। যদিও এই বিষয়ে বার বার অস্বীকার করেছে ইরান।
অ্যারামকো বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার সংস্থা। এই শোধনাগারে অনেকদিন দিন ধরেই নজর ছিল জঙ্গিদের। এই কেন্দ্রটি দিনে প্রায় ৭০ লক্ষ ব্যারেল তেল শোধন করে। এই হামলার ফলে আগুন লেগে যায় শোধনাগারে এবং চতুর্দিক ধোঁয়ায় ভরে যায়।
جانب من الحرائق الناتجة عن الغارات اليمنية على معامل بقيق. pic.twitter.com/CYkkZOVlmn
— قناة أحرار (@QanatAhrar) September 14, 2019