এবার থেকে গরুর গাড়িতেও জরিমানা? যবে থেকে নতুন ট্রাফিক আইন চালু হয়েছে তবে থেকে অনেক হাস্যকর ঘটনার স্বীকার হয়েছে মানুষ। তাই এবারও অন্যথা হল না। এবার ট্রাফিক পুলিশ গরুর গাড়ির ওপরে জরিমানা করে বসল।
ঘটনাটি ঘটেছে উত্তরাখন্ডের সাহাসপুরের চারবা গ্রামে। গরুর গাড়ি বেআইনি পার্কিংয়ের ওপর জরিমানা করা হয়। এই গরুর গাড়ি নাকি বেআইনি ভাবে দাড়া করানো তাই ১০০০ টাকা ফাইন করা হয় গরুর মালিক রিয়াজকে। পরে অবশ্য ভুল বুঝতে পেরে পুলিশ চালান ঘুরিয়ে নেয়।
রিয়াজ তার নিজের জমিতেই গাড়ি দাড় করিয়ে রাখে। আর সেটা পুলিশ দেখে রিয়াজের বাড়িতে গিয়ে পৌছায়, তারপর চালান কাটে ১০০০ টাকার। পরে রিয়াজ খান এর বিরোধিতা করায় পুলিশ ঘুড়িয়ে নেয় চালান। রিয়াজ বলে, ট্রাফিক আইন কেন গরুর গাড়ির ওপর প্রয়োগ করা হবে, তাছাড়া আমার নিজের জায়গাতেই আমি গরু দাড়া করিয়ে রেখেছি।