এটা নিশ্চিত! আমেরিকার প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিল লাদেন পুত্র এতদিন পাক সেনার ছত্রছায়াতেই বেড়ে উঠছিল। কিন্তু সম্প্রতি আফগানিস্তান পাকিস্তানের সীমান্তে মার্কিন সেনাদের সাথে লড়াইয়ে লাদেন পুত্র নিহত হয়েছে।
এই হামজা বিন লাদেনের মৃত্যুতে পাকিস্তানের গোড়া যে একটু আলগা হল তা স্পষ্ট। কারণ পাকিস্তান সর্বদা আমেরিকাকে তাদের দিকে টানার চেষ্টা করে, কিন্তু হামজার মৃত্যুতে তা যে ভেস্তে গেল তা স্পষ্ট। তাছাড়া আমেরিকা যে শুধু মুখে মূখে তালিবানদের দমন করার কথা বলছে না, তা এই কাজের মাধ্যমেই বোঝা যায় বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ জেপি সিনহা।
তিনি আরও বলেন, আমেরিকা শুধু তালিবান দমন করতে চাইছে ঠিকই কিন্তু তাদের মাসুদ আজহার, হফিজ সইয়দের মতো জঙ্গিদের ওপরও নিশানা করা উচিত।
এই হামজার মৃত্যুর খবর পাওয়া যায় আমেরিকার একটি সংবাদ মাধ্যমের দ্বারা। এমনকি তাকে বিশ্ব সন্ত্রাসবাদী হিসেবেও চিহ্নিত করা হয়, আর তার মাথার দামও করা হয়। তিনি ৩০ বছর বয়সী পাক সেনাদের ছত্রছায়াতেই থাকত এবং তাদের মদতেই সন্ত্রাস চালাতো।