রবিবার গণতন্ত্র দিবসে শুভেচ্ছা জানাতে গিয়ে গোটা দেশে সুপার ইমার্জেন্সি চলছে বলে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশ্ব আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে টুইট করতে গিয়ে মুখ্যমন্ত্রী সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার গুলিকে সেভাবে রক্ষা করা হচ্ছে না বলেই জানান পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি সরকার তাঁদের পাশে নেই বলেও জানিয়েছেন৷
এমনকী গোটা দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে বলেও মত প্রকাশ করেছেন যেখানে বিশিষ্ট সব রাজনৈতিক নেতৃত্বদের ঘরবন্দি করে জেল খাটানো হচ্ছে৷ তাই কোনও সুস্থ গণতান্ত্রিক দেশে এমন পরিস্থিতি চলতে পারে না, এই অবস্থায় গোটা বিশ্ববাসীকে এক হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন তিনি৷