বাংলাকে নিজেদের দখলে আনতে মরিয়া গেরুয়া বাহিনী, তাই তো বিধানসভা নির্বাচনের জন্য রণনীতি সাজাতে শুরু করেছে বিজেপি সরকার৷ তাই আবারও শহরে পা রাখছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত৷ লোকসভা ভোটের পর এই নিয়ে তিন বার তারা রাজ্য সফর৷ রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে সাংগঠনিক রিপোর্ট কার্ড নিতেই তিনি রাজ্যে আসছেন পাশাপাশি একা ধিক কর্মসূচিতে যোগ দেওয়ারও কথা রয়েছে তার৷
এমনকি বিজেপি নেতৃত্বদের সঙ্গে দফায় দফায় বৈঠক হওয়ার কথা তাই ইতিমধ্যে রাজ্য বিজেপি নেতৃত্বরা বৈঠকের বিষয়ে আমন্ত্রণ পেয়েছেন৷ জনসংযোগ কী ভাবে তৈরি করা হবে তার রূপরেখা তৈরি করে দিতেই তিনি রাজ্যে আসছেন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷