ভাইরাল হওয়া রানু মণ্ডলের জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমের সামনে কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর কাউকে নকল করে বেশি দিন টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছিলেন৷ তবে সেই মন্তব্যের পর এবার মুখ খুললেন রানু মণ্ডল৷ সংবাদমাধ্যমের সামনেই তিনি জানিয়েছেন লতাজির থেকে বয়সে আমি ছোট ছিলাম আছি ও থাকব ছোটবেলা থেকে ওর গান আমার খুব পছন্দ৷
হঠাত্ ভাইরাল হয়ে যাওয়ার রানু মণ্ডল প্রসঙ্গে বলতে গিয়ে লতা মঙ্গেশকর তাঁর গানকে পাথেয় করে কেউ এগিয়ে গেলেই গর্বিত বলে মনে করেন তিনি এমনটাই বলেছিলেন পাশাপাশি রানু মণ্ডলকে গান নকল না করতে অনুরোধ করেছিলেন৷