এই সৌরজগতে শুধু কি আমরাই বসবাস করছি, এনিয়ে বহু মতামত আছে। কেউ পক্ষে রায় দিয়েছে, কেউ আবার বিপক্ষে রায় দিয়েছে। কিন্তু মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলোই এর আসল ঘটনা জানে কিন্তু কখনো বুকঠুকে প্রকাশ করেনা, আপনি ঠিকই ধরেছেন আমরা ভিনগ্রহীর কথা বলছি, এককথায় আমরা যাকে বলি এলিয়েন।
এই এলিয়েন নিয়ে আলোচনা করতে গেলে দিন থেকে রাত হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। কিন্তু এই সৌরজগতে মানুষ ছাড়াও অন্য কোনো প্রাণী বাস করে, তার কিছু প্রমান ফাঁস হয়েছে।মহাকাশ গবেষণা সংস্থা তা প্রকাশ করতে না চাইলেও তা মানুষের কাছে কৌতুহলের বিষয় হিসেবে উঠে এসেছে, এলিয়েন যে সত্যি সত্যিই আছে তার কিছু জোরালো প্রমাণ তুলে ধরা হলো আজকের এই ভিডিওটিতে। সৌজন্যে: অজানার সন্ধানে