এবার থেকে সাংবাদিকদের পাশে দাড়ানোর চিন্তা ভাবনা করছে। এটা একটা নতুন উদ্যোগ। যা অন্যকোনো রাজ্যে এই নিয়ম নেই। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাড়িয়ে এই কথা বলেন তিনি। এখন থেকে যেসব সাংবাদিকদের চাকরি চলে যাবে , রাজ্য সরকার তাদের পাশে গিয়ে দাড়াবে।
দুবছর রাজ্য সরকার তাদের পাশে থাকবে। তাদের ১০,০০০ টাকা করে মাসিক দেওয়া হবে। তাছাড়া চাকরি চলে যাওয়া সাংবাদিকদের বাড়ির কেউ মারা গেলে, তাদের ২ লক্ষ টাকা দেওয়া হবে। তারা এখন নিরাপদ নয়। তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। শ্রম মন্ত্রী, অর্থমন্ত্রী ও আইন মন্ত্রী নিয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে, তারা বিষয়টি কার্যকর করবে।
তাদের পে প্রোটেকশনের মাধ্যমে সাহায্য করা হবে।