রাজ্যে এনআরসি চালু করতে তত্পর কেন্দ্রীয় নেতৃত্বরা৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী থেকেই রাজ্য বিজেপির সভাপতি এবং বিজেপি সাংসদরা রাজ্যে এনআরসি চালু করার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছেন৷ এবার আবারও এক কেন্দ্রীয় মন্ত্রীর গলায় রাজ্যে এনআরসি চালু করার ব্যাপারে ইঙ্গিত পাওয়া গেলেও, শনিবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে প্রধানমন্ত্রীর কিষান যোজনা বিষয়ক এক কর্মশালায় যোগ দিতে এসে রাজ্যে এনআরসি চালু করার ব্যাপারে জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি৷
এদিনের কর্মশালায় যোগ দিতে এসে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বাঁকুড়ায় যদি কেউ ফুড পার্ক মিনি ফুড পার্ক তৈরি করতে চান সে খেতে তাঁর দফতর সর্বতোভাবে সাহায্য করবে৷ তবে রাজ্যের যে কোনও জায়গায় নতুন কিছু করতে গেলে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন বলেও মনে করছেন তিনি৷