বার বার তিনি বাংলা ভাষার উন্নয়নের ওপর জোর দিয়েছেন, জোর দিয়েছেন বাংলা ভাষার শিক্ষা ব্যবস্থার উপরও৷ হিন্দি দিবসে মাতৃভাষার পক্ষে আবারও সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সকলকে শুভেচ্ছা জানিয়ে সব ভাষাকে সম্মান করা উচিত বলে জানিয়েছেন৷
সামাজিক মাধ্যমে একটি টুইট বার্তায় তিনি লিখেছেন হিন্দি দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা আমাদের উচিত সব ভাষা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান জানানো৷ আমরা অনেক ভাষাই শিখতে পারি না কিন্তু মাতৃভাষাকে কখনওই ভোলা উচিত নয়৷
হিন্দি দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা। আমাদের উচিত সব ভাষা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান জানানো। আমরা অনেক ভাষাই শিখতে পারি কিন্ত মাতৃভাষাকে কখনোই ভোলা উচিত নয়
— Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2019