বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় এনআরসি করতে দেব না। ২ কোটি তো দূরের কথা, আগে ২ জনের গায়ে হাত লাগিয়ে দেখাও। দিল্লি থেকে ফিরেই পালটা জবাবদিহি দিলীপ ঘোষ জানিয়েছেন, জিএসটির বিরোধিতা করেছিলেন, নোট বন্দির বিরোধিতা করেছিলেন, তিন তালাক এর বিরোধিতা করেছিলেন, ৩৭০ ধারা বিরোধিতা করেছিলেন তাতে কোনো লাভ হয়নি। এক্ষেত্র লাভ হবে না।
গলাধাক্কা দিয়ে বিদেশিদের বিতাড়িত করা হবে। একই সঙ্গে তিনি জানান, অসমের মত পশ্চিমবঙ্গে বিদেশীরা ছেয়ে গেছে। তাই অসমের পর বাংলাতে ওনার সামনেই হবে এনআরসি।