আজ অর্থাত্ শুক্রবার থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ৷ যা চলবে 28 সেপ্টেম্বর অবধি৷ হিন্দুধর্ম মতে, পিতৃপক্ষ পূর্বপূরুষের তর্পণের জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ, যা “মহালয়া” নামে পরিচিত৷যেহেতু পিতৃপক্ষে শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি মৃত্যু-সংক্রান্ত আচার-অনুষ্ঠান পালিত হয়, তাই এই পক্ষ শুভ কাজের জন্য একেবারেই ভালো নয়৷ হিন্দু শাস্ত্র মতে এই সময় বেশ কয়েকটি নিয়ম মেনে চলা উচিত আর তা হলো-
1) পিতৃপক্ষে চাল, আমিষ খাবার, রসুন, পেঁয়াজ, বাইরের খাবার, এগুলো এড়িয়ে চলতে হবে৷ এছাড়াও খাবারের তালিকা থেকে মুসুর ডাল, বেগুন এছাড়া কালো জিরে, গোলমরিচ, কালো সরিষা এসব বাদ দেওয়া উচিত৷
2) যিনি তর্পন করবেন তাঁকে শুদ্ধ কাপড়ে এবং পরিষ্কার জামা কাপড় পড়ে মন্ত্রপাঠ উচিত৷ তাই এ সময় যৌনকর্ম এড়িয়ে চলাই ভাল৷
3) পিতৃপক্ষের সময় সকলের সঙ্গে ঠান্ডা মাথায় ভালভাবে বুঝতে হবে এবং কথা বলতে হবে৷
4) এই সময় হাওয়াই চটি পড়ার অভ্যেস ছেড়ে দেওয়া উচিত৷
5) পিতৃপক্ষের সময় কোনও নতুন জামা পড়বেন না এবং লোহার কিছুর ওপর বসবেন না৷
6) তর্পণের সময় কালো লাল বা তীব্র গন্ধযুক্ত ফুল ব্যবহার করবেন না৷
7) তর্পনের সময় জামা কাপড় কাচবেন না৷
8) সন্ধেবেলা তর্পণ করা উচিত নয়৷