বোঝালেন অভিরূপ সরকার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে৷ শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছরের জানুয়ারি মাস থেকেই নতুন বেতন কাঠামো চালু করার কথা জানিয়েছেন৷ বেতন কমিশনের সুপারিশ মেনে পদক্ষেপ নেবে রাজ্য সরকার৷ একই ভাবে বাড়ানো হবে বেতন কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? অঙ্ক কষে তার হিসেব দিলেন বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার৷
তিনি জানিয়েছেন বর্তমান রাজ্য সরকারি কর্মচারীরা যে হারে মহার্ঘ ভাতা পান তা মিশে যাবে পে কমিশনের সঙ্গে৷ তার উপরে আবার নতুন করে মহার্ঘভাতা ঘোষণা করা হলে তাও মিশবে মূল বেতনের সঙ্গে৷ অর্থাত্ আগে 100 টাকা বেসিক পে এর ওপর 125 টাকা মহার্ঘ ভাতা পাওয়া যেত৷ সেটি এখন বেড়ে বেসিক হবে 257৷ এক ধাক্কায় বেসিক বাড়ছে 14.3%৷ তবে বেসিক বাড়ার সঙ্গে সঙ্গে এক ধাক্কায় হাউস রেন্ট অ্যালাউন্স অনেকটাই বেড়ে যাবে বলে জানিয়েছেন অভিরূপ সরকার৷ নতুন বেতন কমিশন কার্যকর করতে রাজ্য সরকারের খরচ হবে দশ হাজার কোটি টাকা৷