সব দেশ স্বীকার করে নিয়েছে পাকিস্তান সন্ত্রাসের আতুরঘর। সেখানেই সন্ত্রাসবাদের জন্ম। এই কথাগুলো বিশ্বের দেশগুলো বলে আসছে। ভারতও এর পক্ষে। এবার সেই কথা যে সত্যি তা স্পষ্ট করে দিল পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি রাশিয়ার এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে এই বিষ্ফোরক মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, পাকিস্তানে ৮০ র দশক থেকেই জঙ্গিদের ট্রেনিং চলত। আর তা চলত আমেরিকার আর্থিক সহযোগিতায়। এই জঙ্গিদের পরে আমেরিকাই সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ব্যবহার করত। কারণ তখন তো আফগানিস্তান সোভিয়েতের দখলে ছিল।
আর আমেরিকা এই দোষ চাপায় এখন পাকিস্তানের বিরুদ্ধে। এই জঙ্গি গোষ্ঠী গুলো এখন পাকিস্তানের বিরুদ্ধে। আমেরিকা বলেন, পাকিস্তানের জন্যই নাকি আফগানিস্তানের সন্ত্রাস দমন করা যাচ্ছে না। আসলে এই আমেরিকার মদতেই পাকিস্তানে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হত। যাতে তারা নিজেদের কাজে লাগাতে পারে। আমরা এরজন্য ৭০,০০০ মানুষকে হারিয়েছি ও ১০০ বিলিয়ন ডলারের অর্থনীতি নষ্ট হয়েছে আমাদের।