বৃষ্টি হচ্ছিল না বলে দুমাস আগে দেওয়া হয়েছিল ব্যাঙের বিয়ে। কিন্তু শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ হল ব্যাঙের। ভোপালে কদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। স্বাভাবিকের থেকে ২৬% বৃষ্টি বেশি হয়েছে। রবিবার এমন বৃষ্টি হয়েছে যা ১৩ বছরের রেকর্ড ভেঙে দেয়।
ভোপালের বৃষ্টির জন্যই ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু বৃষ্টি থামছে না বলে বিবাহ বিচ্ছেদ করানো হল ব্যাঙেদের। এটি করলে বৃষ্টি কমবে বলে আশা রাখছেন শিব শক্তি মন্ডলের সদস্যরা।