বাংলায় এনআরসি চালু করার সপক্ষে বারবার মুখ খুলেছেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বরা৷ শুধু দিলীপ ঘোষই নন এনআরসি হবেই এমনটাই বলেছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ শুধু তাই নয় বালুরঘাটে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে লকেট বাংলায় এনআরসি হলে এক কোটির বেশি মানুষের নাম বাদ যাবে বলেও জানান তিনি৷
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি বিরোধিতাকে ভোট কেনার অন্যতম মাধ্যম বলেও মনে করছেন তিনি এবং অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী এমনটাও বলেছেন লকেট৷ সীমান্তবর্তী এলাকা এবং কলকাতার বেশ কিছু এলাকায় নাকি আইন শৃঙ্খলা নেই তাঁরা তাঁদের মতো করে চলে৷ আর সেই সব এলাকাগুলিকে মুখ্যমন্ত্রী ভোটব্যাঙ্ক করে রাখতে চাইছেন বললেন লকেট৷