পশ্চিমবঙ্গে এনআরসি চালু হবেই, বুধবার এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বাংলায় দু’কোটি অনুপ্রবেশকারী রয়েছে তাঁদের শীঘ্রই তাড়ানো হবে ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ ঘোষ, এবার বৃহস্পতিবার এনআরসির প্রতিবাদে মহানগরের রাজপথ থেকে বিজেপিকে পাল্টা হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বৃহস্পতিবার এনআরসির প্রতিবাদে সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামনগর পাঁচ মাথা মঞ্চে একটি সভা করেন৷ সেখানেই এনআরসির প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে সুর সরিয়ে মমতা বলেন, বাংলায় এনআরসি হবে না বাংলা কখনও মাথা নত করবে না, বাংলায় দু’কোটি তো দূরের কথা আগে দুজনের গায়ে হাত দিয়ে দেখাও৷ একই সঙ্গে তিনি বেঁচে থাকতেই কোনও মতেই এনআরসির চালু করা যাবে না এমনটাও হুঁশিয়ারি দেন৷