প্রথম দূর্গাপূজা আজ থেকে প্রায় ৫৫০ বছর আগেই শুরু হয়েছিল। সেই পূজা যেখানে হয়েছিল তা এখন বাংলাদেশের অধীনে। রাজশাহী এলকার রাজবাড়িতে প্রথম শুরু হয় এই পুজো। এই পূজো প্রথম করেন রাজা কংসনারায়ণ। এই কংসনারায়ণ ছিলেন তাহরপুরের রাজা। তিনি প্রথম দেবী বন্দনা শুরু করেন।
কিন্তু এই দেবী বন্দনা কালের নিয়মে বন্ধের মুখে। অনেক বার সংখ্যালঘুরা আবেদন করেছে, কিন্তু সরকার কথা শোনে নি। এবার এলাকাবাসীর জোটে ও সরকার মিলে মন্দির সংস্কারের কাজ করবে। এই কাজ আসন্ন দূর্গ পূজার আগেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন তারা। এর জন্য ২২ লক্ষ টাকা খরচ হবে। সেখানকার প্রশাসনরা দূর্গামূর্তির জন্য একটন অষ্ট ধাতু দান করেছে আর সেটা দিয়েই তৈরী হবে অষ্টধাতুর দূর্গামূর্তি।
কে এন নামে এক সংস্হা এই মন্দির সংস্হানের কাজ করছে ৬ মাস ধরে। এই কংসনারায়ণের রাজবাড়িতে এই দূর্গাপূজার সাথে আরও ৪ টি মন্দিরে পূজা হত। সরকার এই উদ্যোগ নিয়ে একটা ভালো কাজ করেছে। কারণ যেখান থেকে দূর্গা পুজার প্রচলন, সেই জায়গাকে স্মরণীয় করে তোলা খুব গুরুত্বপূর্ণ।