অসমের মতো বাংলাতেও হবে এনআরসি। আর এর বিরোধিতা যে যতই করুক না কেন, কেউ তা রুখতে পারবে না।
এই কথা জানিয়ে দিল বিজেপির রাজ্য সভাপতি। তিনি দিল্লিতে গিয়ে শ্যামা প্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে সেভ বেঙ্গল আলোচনা সভায় এই কথা বলেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বললেন, তার আগের থেকেই রাস্তায় নামার স্বভাব আছে। কিছু হলেই সে রাস্তায় নেমে পরে। অবশ্য ২০২১ এর পর রাস্তাতেই নামবে তারা।
আজ তৃণমূলের বড়ো মহামিছিল, এই এনআরসির বিরুদ্ধে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সিথি থেকে শ্যামবাজর পর্যন্ত তিনি মুখ্য ভূমিকা পালন করবে। এই মহামিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাঁটবেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। এর আগে বিভিন্ন জেলাতে ছোট ছোট মিছিল হয়েছে। আজ কলকাতায় মহামিছিল ।
এখন বিজেপির চোখ বাংলাতে, সামনেই পুজো। এই পুজোকে হাতিয়ার করবে বিজেপি। জনসংযোগ বাড়াতে চায় বিজেপি। তাই দিলীপ ঘোষ আরও জানায়, দেশের ক্ষতি করছে বেআইনি অনুপ্রবেশকারীরা। এদের জন্যই এনআরসি খুব দরকার। মোট ২ কোটি লোকের নাম বাদ পড়বে বলে জানিয়েছে বিজেপি। এর বিরুদ্ধেই আজ দুপুরে হাটতে চলেছে তৃণমূল মহামিছিলে।