ভারতের কাশ্মীরের উপর থেকে বিশেষ ধারা প্রত্যাহারের নীতিতে পাকিস্তান বাদ সাধলেও সে দেশের অনেকেই কিন্তু ইমরানের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন৷ এবার কাশ্মীর ইস্যু নিয়ে বলতে গিয়ে ভারতের হয়েই কথা বললেন জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মেহমুদ মাদানি৷
তিনি জানিয়েছেন কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে যেখানে ভারত থাকবে সেখানে আমরা আছি৷ শুধু তাই নয় কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবিও তুলেছেন তার পাশাপাশি সব সময় তাঁরা ভারতের পাশে আছেন বলেও জানিয়েছেন৷
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে কাশ্মীর ইস্যু কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানকে তুলোধোনা করেছেন মাদানি, এনআরসি নিয়ে মুখ খুলে মাদানী দেশজুড়ে এনআরসি চালু করার দাবি জানিয়েছেন পাশাপাশি এ দেশে যারা প্রকৃত নাগরিক তাদের ওপর কালি ছেটানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি৷
Mahmood Madani, Jamiat Ulema-e-Hind: We have passed a resolution today that Kashmir is an integral part of India. There will be no compromise with security and integrity of our country. India is our country and we stand by it. pic.twitter.com/pxhi2t4peH
— ANI (@ANI) September 12, 2019