পুজোর আগে ট্যুরিস্ট গাইড ও গাড়ি মালিকদের হাসি চওড়া হলো। জলদাপাড়া জাতীয় উদ্যানে গাড়ি সাফারির খরচ বাড়িয়ে দিলো বনদপ্তর। গাড়ি সাফারির খরচ 100 টাকা করে বৃদ্ধি পেলো, অন্যদিকে ট্যুরিস্ট গাইডের পারিশ্রমিক 50 টাকা বাড়ানো হলো।
এই সিদ্ধান্তে বেশ খুশি জলদাপাড়ার ট্যুরিস্ট গাইড ও গাড়ির মালিকেরা। পুজোর আগে এই খবর পেয়ে যারপর নাই খুশি এই কাজের সাথে যুক্ত লোকেরা। ইতিমধ্যে পুজোর মরসুমে লজের আগাম বুকিং প্রায় শেষের দিকে।