বুধবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের মহাসচিব সামাদ বালুচ এএনআই-কে বলেন, পাকিস্তানে গণহত্যার স্বীকার হচ্ছে সংখ্যালঘুরা। বালুচিস্তান প্রাকৃতিক সম্পদ এবং খনিজে সমৃদ্ধ। কিন্তু তাঁর পরেও ভুগে চলেছেন তারাই। সম্পদ লুট করছে পাকিস্তান। সামাদ ও বলেন, সামাজ-সাংস্কৃতি, অর্থনৈতিক অধিকারগুলি থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। তাঁর মতে, শুধু বেলুচিস্তানের মানুষরাই নয়, পাকিস্তানে গনহত্যার স্বীকার হচ্ছেন সিন্ধি ভাইরাও।
সামাদ বালুচ ছাড়াও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বেলুচিস্তানের একাধিক মানবাধিকার কর্মীরা। সামাদ বলেন, পাকিস্তান এমন একটি রাষ্ট্র যা বিশ্বব্যাপীর কাছে মূর্তিমান ত্রাস। কারণ এখানে কোনও আইন বা নিয়মকানুন নেই।
S Baloch, Secy General, Baloch Human Rights Council, in Geneva: We’ve suffered a lot. Our socio-cultural,economic rights have been denied. Balochistan has been plundered, they’ve looted our resources. Balochistan is rich in minerals&natural resources, yet the people suffer.(11.9) pic.twitter.com/kdOLzeQsh7
— ANI (@ANI) September 11, 2019