সাধারণ মানুষের পকেট কেটে মোটা টাকা নিতে নারাজ রাজ্য সরকার তাই কেন্দ্রীয় সরকার নতুন মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী আইন রাজ্যে লাগু করতে চাইছে না মমতার সরকার৷ যেহেতু নতুন ট্রাফিক আইনে একাধিক ক্ষেত্রে মোটা টাকা জরিমানা করছে কেন্দ্রীয় সরকার তাই এতে বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বুধবার নবান্নেই নতুন আইনে যে জরিমানা করা হচ্ছে তাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে তাই এই আইন লাগু করতে চায় না রাজ্য সরকার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির জন্য দুর্ঘটনা অনেকটাই কম তাই নতুন ট্রাফিক আইন লাগু করার প্রয়োজন পড়বে না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
1 সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন রাজ্যে চালু হয়েছে মোটর ভেহিকেল আইন৷ যেখানে হেলমেটহীন গাড়ি চালানো, সিটবেল্ট না পড়া কিংবা মদ্যপ অবস্থায় গাড়ি চালালে আগের তুলনায় জরিমানা অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে৷