গতকাল রাত ঠিক ১ টার সময় গোঁরেগাওয়ের ফিল্মিস্তান স্টুডিওতে ভয়াবহ অগ্নিকান্ড। আর সেখানেই শ্যুটিং হচ্ছিল সারা-বরুণ অভিনীত কুলি নম্বর ওয়ান। এই প্রথম বরুণের সাথে সারা জুটি বাঁধতে চলেছে।
১৯৯৫ সালে গোবিন্দা ও করীশ্মা অভিনীত কুলি নম্বর ওয়ান ছবিটি দারুণ হিট হয়েছিল। তার জন্য ফের এর রিমেক করছে সেই পুরোনো ছবির পরিচালক ডেভিড ধাওয়ান।
ছবিটির প্রযোজনা করছে বাসু ভাগনানি। সেটে ১৫ জন ছিল, কিন্তু কোনো হতাহতের খবর নেই। ইতিমধ্যে কিন্তু ছবির টিজার লঞ্চ হয়ে গেছে।