শেষপর্যন্ত বিক্রি হয়ে গেল ১১৪ বছরের জনপ্রিয় ব্যাটারি কোম্পানি এভারেডি। প্রচুর ঋণের মুখে পরেই এই সিদ্ধান্ত, এই ব্যাটারি সংস্হার।
ওয়ারেন বাফেটের সংস্হা ওয়াকশয়্যারের হাথওয়ে কিনতে চলেছে এই কোম্পানিকে। এই এভারেডি কোম্পানি ২০ লক্ষের বেশী স্পেশাল লাইট ও কোটি কোটি ব্যাটারি তৈরী করেছিল। এই বিশ্বস্ত কোম্পানি যার দ্বারা সবার মনের অন্ধকার দূর হতো। তো আজ সে কোম্পানি ১৬০০-১৭০০ কোটি টাকায় বিক্রি হয়ে গেল।
বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে এই অবস্হা। মোট ৭০০ কোটি টাকা ঋণে আছে এই কোম্পানি। এইচডিএফসি, আইসিআইসিআই প্রভৃতি ব্যাংক থেকে থেকে ঋণ নিয়ে তাদের এই অবস্হা।