ঋতাভরী যিনি বাংলা ইন্ডাস্ট্রির একটি বড়ো মুখ। তিনি একজন সেনসেশন, যার চার্মিংনেস সবাইকে আকর্ষণ করে। তিনি স্যোশাল মিডিয়ায় খুব সক্রিয়। তার ভক্তদের মন রাখতে সবসময় নতুন লুকে নতুন ভাবে তাদের সামনে আসে। তার ফলোয়ারের সংখ্যা ১২ লক্ষের বেশী। আর এই কারণেই কিছু পোস্ট করলেই ভাইরাল হতে সময় লাগে না।
তো সম্প্রতি বলিউডের এক হেভিওয়েট পরিচালকের সুনামে পঞ্চমুখ। সেই পরিচালক আর কেউ না। তিনি আনুরাগ কশ্যপ। তার জন্মদিনে তার ছবি আপলোড করে দারুণ প্রশংসা করল সে। তিনি অনুরাগের সাথে একটি ছবিতে কাজ করছে। ফুলস ফর লাভ, ছবিতে দেখা যাবে তাকে। তো সে লিখেছে, অনুরাগ মনের দিক থেকে একজন ভালো মানুষ। তার এই ছবিতে অন্তরঙ্গ দৃশ্য ছিল, সেটা করতে তার অসুবিধা হচ্ছিল। কারণ তার মাও তার সাথে স্ক্রীন শেয়ার করছে। কিন্তু অনুরাগের সাহায্যে তা খুব সহজেই শ্যুট হয়ে যায়।