লোকসভা নির্বাচনের সময় থেকেই রাজ্যে এনআরসি চালু করার ব্যাপারে ইঙ্গিত দিয়ে এসেছে কেন্দ্রীয় মন্ত্রীরা৷ এমনকী অসমের নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে আরও বেশি করে তত্পরতা দেখাতে শুরু করেছে বিজেপি৷ এরই মধ্যে মঙ্গলবার কলকাতায় এসে জোর গলায় বাংলায় এনআরসি চালু করার ব্যাপারে বলে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷
এমনিতেই বরাবর অসমের নাগরিক পঞ্জিকা নিয়ে বিরোধিতা করেছে তৃণমূল সরকার৷ যদিও তাতে কিছুই যায় আসে না বিজেপির৷ মোদী সরকারের শততম দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার কলকাতায় উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, এ দিন মোদী সরকারের নিয়ে একাধিক প্রশংসামূলক কথাও বলেন তিনি৷
এরপর নাগরিক পঞ্জি নিয়ে বলতে গিয়ে তিনি জানান, অনুপ্রবেশকারীদের আটকাতে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এনআরসি হবে, এটা বিজেপির ঘোষিত কর্মসূচি৷ পাশাপাশি তিনি এও জানান বৈধ ভারতীয়দের কখনোই দেশ ছেড়ে যেতে হবে না৷ তৃণমূলের বিরোধিতাকে কাঠগড়ায় তুলে কেন্দ্রীয় মন্ত্রী জানান এক সময় মুখ্যমন্ত্রীর ভুয়ো ভোটার কার্ড আটকাতে সওয়াল করেছিলেন কিন্তু এখন তা করছেন না যা দ্বিচারিতার কাজ বলে মনে হয়েছে তাঁর৷