অত্যাধিক মাথা ব্যথা। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে একসাথে ১৫ টি ট্যাবলেট খেয়ে নিলেন বেঙ্গালুরুর এক গৃহবধু। তারপর মৃত্যু হয় ওই মহিলার। মৃত মহিলাটির নাম অনুসূয়াম্মা।
মৃত মহিলা দিনমজুর মুনেশাপ্পার স্ত্রী। জানা যায়, অনুসূয়াম্মার মাথা ব্যথার সমস্যা প্রায় ১৫ বছর ধরে। এর জন্য চিকিৎসাও চলছিল। কিন্তু এদিন মাথা ব্যথা সহ্যের বাইরে চলে গেলে, তিনি চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধের ১৫ টি ট্যাবলেট একেবারে খেয়ে ফেলেন।
তারপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তাঁর মেয়ে শোভা প্রথমে একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানকার চিকিৎসকরা ভিক্টোরিয়া হাসপাতালে রেফার করেন। সোমবার ওই হাসপাতালেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে।