চাকরির সুযোগ এয়ার ইন্ডিয়াতে। অ্যাসিসটেন্ট সুপারভাইসার পদের জন্য ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করার জন্য সরকারি স্বীকৃতি পাওয়া যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। কম্পিউটারের উপর নূন্যতম ৬ মাসের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। BCA/B.Sc.IT/ IT তে স্নাতক হলে অথবা Aircraft Maintenance Engineering-এ ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবেন।
২০১৯ সালের আগস্ট মাসের ১ তারিখ হিসাবে বয়স হতে হবে ৩৩। ওবিসি প্রার্থীরা পাবেন ৩ বছরের ছাড় এবং এসসি, এসটি পাবেন ৫ বছরের ছাড়। প্রাক্তন চাকরিজীবরাও বয়সে ছাড় পাবেন। জেনারেল, ওবিসি প্রার্থীদের আবেদন ফি ১০০০ টাকা এবং এসসি, এসটি, প্রাক্তন চাকুরীপ্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট airindia.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।
নির্বাচনের জন্য হবে লিখিত পরীক্ষা, তারপর যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। বেতন ১৯,৭৫০ টাকা।