হাইওয়ে দিয়ে চলছে গাড়ি। হঠাৎ একটি অদ্ভুত ঘটনার শিকার হলেন পাশ দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া এক ব্যক্তি। তিনি দেখলেন, তাঁর পাশের গাড়িটি দিব্যি চলছে সবেগে। কিন্তু অবাক করার ঘটনা এটাই, গাড়ির ড্রাইভার স্টিয়ারিং হাতে নিয়ে দিব্যি ঘুমোচ্ছেন। তখনই এই ঘটনার ভিডিও করে নেন ওই ব্যক্তি।
টেসলা কোম্পানির একটি গাড়িতে ফিচার রয়েছে যেটা হলো অটো পাইলট। কিন্তু টেসলা কোম্পানির তরফ থেকে সবসময় এই গাড়ি চালানোর সময়েও সজাগ থাকতে বলা হয়। ঘুমিয়ে পড়া তো দূরের কথা। ভিডিওটি ডাকোটা রান্ডল নামে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ছাড়েন। ভাইরাল হয় ভিডিওটি।
ডাকোটা রান্ডল বলেন, গাড়িটি প্রায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে চলছিল। এই ঘটনার কথা পুলিশকে কিছু জানাননি তিনি। তবে সকলেই দেখেছে এই ভিডিওটি।
Some guy literally asleep at the wheel on the Mass Pike (great place for it).
Teslas are sick, I guess? pic.twitter.com/ARSpj1rbVn
— Dakota Randall (@DakRandall) September 8, 2019