আগামী বুধবার সকাল ১১ টায় নিজের বাসভবনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায় কে তলব করলেন অমিত শাহ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে দিলীপ ঘোষের বিরোধ। সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, দলে মুকুলদার থেকে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের অনেক বেশি গুরুত্ব রয়েছে। দলে তার সেরকম ভূমিকা নেই। এমনকি বড় সংগঠন ও তার পাশে নেই।
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিয়ে মুকুল বলেছেন, আসলে কে বড় নেতা সেটা মানুষই বিচার করবেন। এছাড়া নিশীথ প্রামানিক বলে খুবই গুরুত্বপূর্ণ এমনকি অর্জুন সিং যথেষ্ট লড়াকু। দিলীপ মুকুলের ভাঙ্গন ঠেকাতে তড়িঘড়ি হস্তক্ষেপ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর সে কারণেই বুধবার বেলা ১১ টায় দিলীপ ঘোষ মুকুল রায় কে তলব করলেন দিল্লিতে। দিলীপ, মুকুল এই দুজনকে ছাড়াও ডাকা হয়েছে রাহুল সিনহা ও সুব্রত চ্যাটার্জিকে।