মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার সুর চড়াচ্ছেন বিজেপি নেতা মুকুল রায়৷ কখনও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আবার কখনও তাঁকে জেলে যাওয়ার হুঁশিয়ারি৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও এক বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি নেতা মুকুল রায়৷
তিনি জানিয়েছেন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ রাজ চলছে৷ নানুরের বিজেপি নেতা স্বরূপ দত্তের দেহ পরিবারের তরফে কাউকে না জানিয়ে বের করে আনার প্রসঙ্গে মুকুল রায় বাংলার গণতন্ত্রকে হত্যা করার প্রসঙ্গ তোলেন৷ তিনি জানান মানুষের মৃত্যু হলে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয় কিন্তু এখন পুলিশ দেহ নিয়ে পালাচ্ছে৷
অন্যদিকে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ স্বরূপ বাবুর মৃতদেহ পুলিশ কখন নিয়ে গেছে তা জানত না বলে জানিয়েছে৷ এই নিয়ে রাজ্য বিজেপির তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়৷