সম্প্রতি প্রকাশিত হয়েছে অসমের নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা আর সেই তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে উনিশ লক্ষ মানুষ৷ সেই উনিশ লক্ষ মানুষের মধ্যে অনেকেই নাকি এনআরসির জন্য আবেদন করেননি এমনই দাবি করলেন অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও অধ্যাপক৷
এই প্রসঙ্গে আরও এক অধ্যাপক তথা বিশিষ্ট কবি সুমন গুণ সংবাদমাধ্যমকে জানিয়েছেন একই কথা৷ তাঁর মতে যাঁরা বাদ পড়েছেন তাঁদের মধ্যে নাকি অনেকেই এনআরসির জন্য আবেদন করেননি, যদি আবেদন করতেন তাহলে এনআরসির চূড়ান্ত তালিকায় বাদ পড়া নাগরিকদের সংখ্যা অনেকটাই কম হত৷
উল্লেখ ক্ষোভ যাঁরা এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তাঁরা কিন্তু এরপর ফরেন ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন পরে সেখানে যদি হেরে যান সেখান থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর উপায় থাকবে৷ অসমের নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর সেখানে আংশিক বিক্ষোভের সৃষ্টি হয়েছিল৷ যদিও পশ্চিমবঙ্গের তরফ থেকে তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছিল৷ তবে অসমের নাগরিকপঞ্জির জন্য অনেকেই সমালোচনা করেছেন৷