ভেহিক্যালসএ নতুন আইন এর জন্য যে ধরপাকড় দেশজুড়ে শুরু হয়েছে, তার থেকে রেহাই পেতে নতুন ফন্দি আটলেন ভদোদারার রামপাল শাহ। তিনি বাইক সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ নথি নিজের হেলমেটে গুজে রেখে বাইক চালান। তার সেই হেলমেটে থাকে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বুক, পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট, ইনসিওরেন্স পলিসি যাবতীয় নথি।
বছর ৫০ এর রামপাল বীমা সংস্থার এজেন্টে কাজ করেন। তিনি জানান, ডকুমেন্টস সবার কাছেই থাকে কিন্তু অনেকেই ভুল করে বাড়িতে ফেলে আসেন। সেই ভুল থেকে ও পুলিশের কেস থেকে নিজেকে বাঁচানোর জন্যই এই বিশেষ পদক্ষেপ।