আজ সকাল থেকেই দঃবঙ্গের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে। বেলা যত বেড়েছে, আকাশ আরও ঘন কালো হয়ে উঠেছে। এর মধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিল, আর কিছুক্ষণের মধ্যেই দঃবঙ্গে ঝেপে নামবে বৃষ্টি।
উপকূল অঞ্চলে এই বৃষ্টির প্রভাব পড়বে বেশী। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এখনও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবেই।
দঃবঙ্গ সহ উত্তর বঙ্গেও ভআরী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। বিশেষ করে ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দঃবঙ্গে এই মাঝারি বৃষ্টি চললেও গরম কমার কোনো নাম নেই। আরও ভ্যাপসা গরম পড়বে বলে জানিয়েছে তারা। আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে আরও।
চিন্তার বিষয় এখন, সামনেই পূজো, একমাসেরও কম আছে দিন। তাও বৃষ্টি কমার নাম নেই। অন্যবছর এসময়ে বৃষ্টি কমতে থাকে। এবার বৃষ্টি না থামার কারণ, বৃষ্টির ঘাটতি প্রচুর। আর এবার বর্ষা এসেছে দেরি করে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বর্ষা যাবেও দেরি করে।