মানুষ যে অপর এক মানুষের পাশে দাড়ায় তা এই ঘটনাতেই প্রমাণ হয়। মানুষ সত্যি দয়াবান। সত্যিই মানুষ মানুষের জন্য। তবে এমন প্রায় চোখেই পরে না। তবে ভালোর সংখ্যাটা একটু কম। তেমনি এক ব্যক্তি এক বৃদ্ধার আজীবন খাওয়ার দায়িত্ব নিল।
সম্প্রতি এরকম এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধা তৃপ্তি ভরে খাবার খাচ্ছে। দেখেই শান্তি লাগে।
নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি কাজের সূত্রে বনগা যেতে হয়, সে দৈনিক এক বৃদ্ধাকে দেখে হোটেলের পাশে দাড়িয়ে থাকতে। করুণ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে হোটেলের দিকে।
এটা দেখার পর তিনি আর স্থির থাকতে পারেনি। তাই নিয়ে গিয়ে বসায় খাবার টেবিলে এবং তাকে পেট ভরিয়ে ভাত খাওয়ায়।
তারপর থেকেই হোটেল মালিকের সূত্রে জানা যায়। এই নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বৃদ্ধার আজীবন খাবার দায়িত্ব নেয়।