চিনের ধনকুবের, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা তার দায়িত্ব থেকে অবসর নিল তার ৫৫ তম জন্মদিনে। তিনি চিনের সবথেকে বড়ো ধনী ব্যক্তি। তার সম্পত্তির পরিমাণ ৪১.৮ বিলিয়ন। তিনি তার বাড়ি থেকে এই ব্যবসার সূত্রপাত করেন ১৯৯৯ সালে।
এত বড়ো সংস্হার এগজিকিউটিভ পদ থেকে সরে দাড়ালেন।
ব্লুমবার্গ বিলিয়নারী ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, ইকমার্সের জগতে সম্রাট হয়ে ওঠার কথা। চিন বিশ্বের কাছে দ্বিতীয় অর্থনীতির দেশ হয়ে ওঠার পেছনে এই জ্যাক মার বিশাল বড়ো হাত রয়েছে। বিশ্বের সবথেকে বড়ো কম্পিউটিং ব্যবসা। ৪৬০ বিলিয়ন ডলারের ব্যবসা করে তারা অ্যামাজন ও ইবে কেও পিছনে ফেলেছে।
তিনি এখন ড্যানিয়েল ঝ্যাংয়ের ওপর দায়িত্ব শপে দিয়ে সরে যাচ্ছেন। তাদের এই ব্যবসার সাথে লজিস্টিক নেটওয়ার্ক আছে, যার দ্বারা দৈনিক লক্ষ লক্ষ পার্সেল গ্রাহকদের কাছে পৌছে যায়।
তিনি এখন এশিয়ার দ্বিতীয় ধনকুবের, এর আগে আছে মুকেশ আম্বানি। তার সম্পত্তির পরিমাণ ৪৭.৪ বিলিয়ন ডলার।
কিন্তু ২০১৬ সালে তিনি এশিয়ার প্রথম ধনী ব্যক্তির জায়গা দখল করেছিল। ২০১৫ তে কেএফসির চাকরি আবেদন বাতিল করে, তিনিই এই ব্যবসার মাধ্যমে চিনের সবথেকে ধনী ব্যক্তি আজ। এই তালিকাতে আরও এমন ১০ জনের নাম আছে।