একের পর এক সস্তা প্ল্যান এনে জনপ্রিয়তায় শীর্ষে উঠে গেছে জিও। আগে প্ল্যানে কোনও অফার না দিলেও, জিও আসার পর একের পর এক সস্তা অফার আনতে শুরু করেছে মোবাইল নেটওয়ার্কিং সংস্থাগুলি।
এবার ভোডাফোন প্রিপেইড গ্রাহকদের জন্য নিয়ে আসল একটি সস্তা প্ল্যান। মাত্র ৫৯ টাকা রিচার্জ করলে পাওযা যাবে ১ জিবি ডেটা। বৈধতা ৭ দিন। এই প্ল্যানে আপনি শুধু ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও ভোডাফোনের আরও একটি প্ল্যান রয়েছে। সেই প্ল্যানে ১৬ টাকা দিয়ে রিচার্জ করলে ১ জিবি ডেটা পাওয়া যায়। কিন্তু বৈধতা ১ দিন। এই প্ল্যানেও আপনি শুধু ডেটা ব্যবহার করতে পারবেন।