কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎবিতরণ নিগম লিমিটেডের জন্য উত্তরপ্রদেশে ৩০০০ দক্ষ ও অদক্ষ শ্রমাক নিচ্ছে। এটি ব্রডকাস্ট কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের অন্তর্গত। এনটিভি স্বীকৃত ইলেকট্রিকাল বা ওয়্যারম্যান ট্রেডে আইটিআইয়ের সার্টিফিকেট থাকতে হবে। হিন্দি, ইংরেজি, ও আঞ্চলিক ভাষায় জ্ঞান থাকা জরুরি। ১৮-৪৫ বছরের মধ্যে বয়স থাকলে যোগ্য। দক্ষ হিসেবে ১৫০০ আসন আছে।
অদক্ষ কর্মী হিসেবেও ১৫০০ আসন আছে। ইলেকট্রিকালে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ও হিন্দি, ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। বয়স ১৮-৪৫ বছর।
৫০০ টাকা দিয়ে আবেদন করতে হবে, তপশীলিদের লাগবে ২৫০ টাকা। http://www.beciljobs.com গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সময় ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন করার সময়, বৈধ ফোন নম্বর, ইমেল আইডি লাগবে। সাথে আধার কার্ড, প্যান কার্ড ও আরও কাগজ পত্রের জেরক্স লাগবে। সাথে পাসপোর্ট মাপের ছবি। যা সব স্ক্যান করে আবেদন করতে হবে।