মিয়া খলিফা, এই নাম চেনে না এমন কেউ নেই। তার জনপ্রিয়তা সব কিছুকে ছাড়িয়ে। সানি লিওনের পরে সবার মনে জায়গা করে নিয়েছে তিনি।
পর্ণোগ্রাফি তাকে ছাড়া ভাবাই যায় না। তিনি সম্প্রতি বিয়ে করেছেন তার সেলুলয়েড বয়ফ্রেন্ডকে। তার সাথে তিনি সবসময় প্রেমে মশগুল। বিশ্বাস না হলে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল চেক করতেৎ পারেন।
তিনি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছে। তারমধ্যে দেখা যাচ্ছে তারা একেঅপরের প্রেমে মশগুল। কিন্তু প্রেমের জায়গা হিসেবে বেছে নিয়েছে রান্নাঘরকে। অবশ্য তার ভক্তদের কাছে এটা নতুন কিছু না। তার বয়ফ্রেন্ড রান্নায় ব্যস্ত আর তখনই এক লাফে কোলে উঠে প্রেমে জড়িয়ে পড়লেন, আর তারপর কি হল দেখে নিন সেই রুদ্ধশ্বাস পূর্ণ ভিডিওতে।
View this post on Instagram
When your man can cook like this, you’d be clingy, too 😭 @robertsandberg ♥️