OFB – তে 1704 চার্জম্যান, আগ্রহী প্রাথীরা অনলাইনে আবেদন করতে পারেন।
পদের নাম:- চার্জম্যান
শুন্যপদ:- 1704
আবেদন শুরুর তারিখ:- 10/05/2019
আবেদনের শেষ তারিখ:- 09/06/2019
অ্যাপ্লিকেশন হার্ড কপি গ্রহণ শেষ তারিখ :-16/06/2019
বয়সসীমা :- 27 বছরের মধ্যে ( এস.সি/ এস.টি – দের জন্য অতিরিক্ত 5 বছর।)
আবেদন মূল্য:- জেনারেল/ও.বি.সি-100/- , এস.সি/এস.টি – 50/-
আবেদন পদ্ধতি:- অনলাইন
নির্বাচন প্রক্রিয়া: প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য এবং / অথবা সাক্ষাত্কারের জন্য উপস্থিত থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইলেকট্রনিক্স বিষয়ে 3 বছরের ডিপ্লোমা অথবা সমতুল্য -AICTE দ্বারা স্বীকৃত অথবা ইঞ্জিনিয়ারিং এ স্নাতক।
২) ইনফরমেশন টেকনোলজি – A স্তরের সার্টিফিকেট সহ অথবা সমতুল্য কম্পিউটার সাইন্স govt. of India দ্বারা স্বীকৃত।
৩) কেমিক্যাল মেটতালুরজি, ক্লোথিং টেকনোলোজি, লেদার টেকনোলোজি অথবা সমতুল্য AICTE দ্বারা স্বীকৃত অথবা সাধারণ বিষয় হিসাবে কেমিস্ট্রি সহ বি.এস.সি ডিগ্রী ।
4) নন-টেকনিক্যাল (স্টোরেজ), নন-টেকনিক্যাল ( স্টোরেজ ব্যতীত) – স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং/ টেকনিক্যাল/হুমানিটিস/সাইন্স/কমার্স -এ স্নাতক।
অনলাইন আবেদন করার জন্য:- click here or https://www.i-register.org/ioforeg/index.php
অফিসিয়াল ওয়েবসাইট:- click here or http://ofbindia.gov.in/