UIDAI-এর নয়া উদ্যোগ, বাড়িতে বসেই ঠিকানা-ফোন নম্বর সহ সব তথ্য আপডেট করা যাবে! বিস্তারিত

242
UIDAI-এর নয়া উদ্যোগ, বাড়িতে বসেই এবার থেকে ঠিকানা-ফোন নম্বর সহ আধারের সব তথ্য সহজেই আপডেট করা যাবে

এবার হয়রানি ঠেকাতে UIDAI-এর পক্ষ থেকে জানানো হয়েছ, সারাদেশে প্রায় ১১৪টি সেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। ১১৪ শহরের মধ্যে আধার সেবা কেন্দ্রগুলি দিল্লি, চেন্নাই, ভোপাল, আগরা, হিসার, বিজয়ওয়াড়া, চণ্ডীগড়ে চালু হবে। এই পরিষেবা দৈনিক ১০০০ জন ব্যক্তি ভোগ করতে পারবেন। ইতিমধ্যে ৫৩ শহরে কাজ শুরু হয়ে গিয়েছে।

এই নতুন পরিষেবাতে আপডেট করা যাবে ঠিকানা, মোবাইল ফোন নম্বর, ই-মেল আইডি, জন্ম তারিখ, লিঙ্গ, বায়োমেট্রিক আপডেট ইত্যাদি। বাড়িতে বসেই আধার আপডেট করার নয়া পরিষেবার জন্য জনগণের হয়রানি কিছুটা হলেও হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।